বিদ্যে নেই তিন ছটাক বড় বড় লেকচার
বৃকোদর সিং বলে ইয়া বড় ছাতি তার  
আগে ছিল দস্যু  এখন বড়  সাধু
কথায়  ফুলঝুরি তার ,  জানে ভালো জাদু
পাঁচ সিকা রোজ ছিল আগে  যাত্রায়
কুস্তিতে  এনে দিল নব মাত্রায়
বিয়ে করে বৌ ছেড়ে হলো সন্ন্যাসী
কভু যায় মথুরা কভু যায় কাশী ।
এক কেজি ভেজাছোলা খায় রোজ সকালে
ছাতু গুলে সরবত রোজ চাই বিকালে ।  
দুপুরের খাবারে ডাল আলু কোরমা
নৈশভোজে থাকে পটলের দোরমা ।
লেকচার শুনে তার লোকে দেয় তালি
চারিদিকে তাই এখন শংসা খালি ।