পালটে গেছে দিনগুলো সব
পালটে গেছে ভাই
আগের মতো কোন মতেই
দিনগুলো আর নাই ।
ছোট ছোট বাচ্চাগুলো
জিনস্ , জামা পরে
আর যত বুড়ো দামড়া
শর্ট প্যাণ্টেই ঘোরে ।
বাবা মাকে কেউ ডাকে না
বলে পাপা মামি
মুড়ি বাদাম ছোলার চেয়ে
পাস্তা পিজা দামি ।
শাড়িপরা নারী দেখে
তাকায় অবাক চোখে
ইজের ধুতি পাঞ্জাবি আর
পরে না আর লোকে ।
কাকা কাকি মামা মামী
লুকিয়ে পড়ে যখন
আঙ্কেল আর আনটি হয়ে
দেখা দিলেন তখন ।
পালটে গেছে দিনগুলো সব
পালটে গেছে ভাই
আগের মতো পান্তাভাতে
বেগুনপোড়া নাই ।