উৎসকেন্দ্র হতে কম্পন ক্রমশঃ তীব্র হয়ে
জলবসন্তের মতো সারা দেহে ছড়িয়ে পড়েছে
নিদারুণ যন্ত্রণায় মানুষ এখন অসহায়
নুন আনতে পান্তা ফুরানোর দিকে তাকানো যায় না
শিয়রে শকুন , হায়েনার উল্লাস , অকাল বর্ষণে
করকাপাতে ক্ষতবিক্ষত দেহ , বিবশ মন ।
মসজিদের মিনারে বেসুরো আজান
ক্যাথিড্রালের বেল বেশি দূরে যায়না
মন্দিরের ফাটা কাঁসরধ্বনি
নীড়ের পাখি ডানা উসখুস , বাইরে অন্ধকার
কেউ দীর্ঘ প্রবাসে উন্মনা , ঝাপসা স্বজন
কতদিন চলে এ যন্ত্রণা কে জানে
দীপক রাগে যখন গাইছে গান , পরিবেশ প্রতিকূল
তখন কে বাঁচাবে মেঘমল্লার সুরে গান গেয়ে !