রাস্তার পাথরটা সরিয়ে দাও
তোমার ভাই-ই হোঁচট খাবে ;
পথ--চলতি মেয়েটাকে একা পেয়ে
দু'তিনজন বকে-যাওয়া ছেলে
উত্ত্যক্ত করছে -- রুখে দাঁড়াও
ও তো তোমারই প্রতিবেশীর মেয়ে ;
উদ্বৃত্ত খাদ্য অপচয় করো না
অভুক্ত শিশুদের দাও
ওরা তো তোমার পাড়ারই ;
তোমার একাধিক শীতবস্ত্র থেকে
যেটা রন্ধ্রে ভরে গেছে , যেটা আর পরো না
সেটাই রাস্তায় রোদ-পোহানো
ওই বাপমরা ছেলেটাকে দাও
ওর বাপ তো তোমারই চোখের সামনে
বিনা চিকিৎসায় মারা গেল ;
তোমার চেনা ওই যে লোকটা মুখোস পরে
কথামৃতের ফোয়ারা ছোটায়
ওর মুখোসটা খুলে দাও
ঝোলা থেকে বেড়ালটা বেরিয়ে পড়ুক ;
ওই যে অন্ধ বধির প্রাচীরের পর
প্রাচীর গড়ে তুলেছে
খাদ্যের পাহাড় গোপন করেছে
চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দাও
প্রতিবাদী হলে রুখে দাঁড়াও
তিতুমিরের মতো ;
সুন্দর অসুন্দরের তফাৎ বোঝ , বোঝাও
আমরা তোমার পাশে
ভয় পাওয়ার কিছু নেই
আরে মৃত্যু তো একবারই !