পার্থিব
          জামাল ভড়
প্রভাতী রবিকরের চুম্বনে তুষারশৃঙ্গ উষ্ণতা পায়
পাহাড় থেকে ঝর্ণা ঝাঁপিয়ে পড়ে নদীর বুকে
চুম্বনে চুম্বনে ভরিয়ে দেয় অনন্তকাল
তারপর বিচ্ছিন্ন হয়ে ছুটে চলে অর্ণবের কাছে
সঙ্গমে সঙ্গমে সাগরের উদর হয় স্ফীত
তরঙ্গমালা একে অপরের সাথে
জড়াজড়ি করে আনন্দে লুটোপুটি খায় তটে
এই জগতে কেহই একা থাকে না
প্রকৃতির এই মহামিলনে জান্নাতি হাওয়া বয়ে যায়
তখন মানুষ আর নিরাসক্ত থাকতে পারে না ।