কিছু মানুষের প্রতিটি কামনায় থাকে অতৃপ্তির পাওয়া
অঙ্কুরিত বীজ অযত্নে রেখে আবার নতুন কিছু চাওয়া
নৈঃশব্দে উলটিয়ে যায় উপন্যাসের পাতার পর পাতা
শীতের আমেজ খোঁজে হেমন্তের ঝরা পাতায়
শরতের সাদা পেঁজা তুলোর মেঘে ভাসায় ভেলা
কবিতার ক জানেনা অথচ এক আকাশ কবিতা লিখতে চায়
ভালোবাসার ছবি আঁকতে চায় অথচ ইজেল চেনে না
হাত বাড়িয়ে বসে থাকে কদমতলায় পাটোয়ারি হয়ে ।