কখন কেমন যায় বলা যায় না
কিছু দিন আগেও আমার যথেষ্ট চাহিদা ছিল
এখন ভিখিরির কাছেও কোন দাম নেই
যেমন মানুষ বুড়ো হয়ে গেলে দাম থাকে না
আমার পরিবারের ছোটরা তো নির্বাসনে
তারা এখন জাদুঘরে , আর্কাইভে
আগে শিশুরা পাঁচ দশ পয়সায় আইসক্রিম কিনতো
সিকি আধুলিতে তো অনেক কিছুই মিলতো  
আমার পূর্বপুরুষের যুগে এক পাই  আধপয়সা  বা এক পয়সায়
হাটবাজারকরা  যেত , এসব কথা শুনলে লোকে হাসে
বলে এসব তো রূপকথার গল্প ;
আর যাদের নেড়ারাজা বা রানির চকচকে মোহর থাকত
তারা তো রীতিমতো ধনী
আমি একটাকার এক মুদ্রা , এখন কোন চাহিদা নেই
আগে বেশ বড়সড় ছিলাম , এখন ছোট হয়ে গেছি
কেউ নিতে চায় না । হয়তো আমিও একদিন আস্তাকুঁড়ে যাব !