লেখাপড়ায় আমি বেশি এগোতে তো পারিনি
বাড়ির লোকের কাছে তাই কম খোঁচা খাইনি
সবাই ভাবতো বংশের মুখে দেবো চুনকালি
সংঘের সেবক হয়ে লাঠি অসি খেলি  খালি ।
পাঁয়তারা রাতদিন ছিল আমার ধ্যান ধারনা
মনকে বলি আমি, নেতা হতে কেন তুমি পারো না !
অবশেষে নেতা থেকে একদিন হয়ে গেলাম মন্ত্রী
বুলেট প্রুফ গাড়ি চড়ে , সাথে ঘোরে শত সেন্ট্রি ।
তাই বলি লেখাপড়া শেখা বড় কষ্ট যখন ভাই
শিক্ষা জ্ঞান সততার এই যুগে কোন দাম নাই
তার চেয়ে নেতাগিরি আনে বেশি রোজগার
ইদানীং এই দেশে উদাহরণ পাবে যে আকছার ।