পৌষ মানেই শীতের আমেজ
পৌষ মানেই খুশির হাওয়া
রোদ পোহাতে সকালবেলায়
নানান স্বাদের পিঠে খাওয়া ।
কেউ বা খায় পুলি পিঠা
কেউ বা চায় পিঠে পাকান
যে-যাই করুন আজকে ভাই
আমায় বন্ধু একটু চাখান ।
পিঠে আমার ভীষণ প্রিয়
পুলিপিঠা কিংবা ভাঁপা
তেলের পিঠা পেলেও আমার
খাওয়ার নেই যে মাপা ।
নারিকেলের ছাঁই দিয়ে
তৈরি পিঠা আমি পেলে
মন ভরে না মোটেই দেখি
পেট ভরে না কমতি খেলে ।
বস্তা পিঠা , ঝুড়ি পিঠা
বরফি পিঠা মোটেই নহে মন্দ
শীতের সময় বাড়ি বাড়ি
হরেক রকম পিঠের গন্ধ ।
আকসি পিঠা নলেন গুড়ে
ভিজিয়ে সেটা আমার  চাই
সত্যি কথা বলতে কী ভাই
মিষ্টি পিঠা একটু বেশি খাই ।