অরোরার ডাকে সাড়া দিয়ে
ভোরে সূর্য ওঠার আগেই
অন্নপূর্ণা ও সেরেস পাশাপাশি বসে
ফেওয়া লেকের তীরে ---
বকেরা তখনো নামেনি হ্রদের নীরে
কাকেরা তখনো আসেনি আঙ্গিনায়
পায়রা তখনো ছাড়েনি বাসা
--- বিমগন আলাপনে
বারাহ মন্দিরের আবছা ছবি
হ্রদের জলে তারই প্রতিচ্ছবি ---
--- ক্ষুণ্ণিবৃত্তি নিরসনে ;
এখানে ভারত ইতালি জাপান  
সব একাকার , কে দেখে কার ?
সরোবরের নিস্তরঙ্গ কাকচক্ষু জলে
সময় হারিয়ে যায় --- সহসা ভাসমান
গ্লাইডারের ডানায় সম্বিত ফিরে পায়
প্রাণ চঞ্চলতায় , জেগে ওঠে পোখরা ।