এক যে ছিল রাজা
রাজার একটা মেয়ে
সেই মেয়েটির বিয়ে
চল না আসি খেয়ে ।
রাজা গেল মাছ ধরতে
ছিল দুটি জাল
দুটি জালের এমন দশা
না আছে তার হাল ।
একটি জালে সুতো নেই
আরেকটি জাল ছেঁড়া
ছেঁড়াজাল নিয়ে রাজার
মাছ ধরবার তাড়া ।
রাজার ছিল দুইটি পুকুর
একটি পুকুর শুকনো
আরেকটিতে জল ছিল না
মাছ ছিল না কোন ।
যে পুকুরে জল ছিল না
সেই পুকুরেই জাল
দুইটি মাত্র মাছ উঠেছে
রাজার হাতে কাল ।
একটা মাছের প্রাণ ছিল না
আরেকটা মাছ মরে
মরামাছটি ফেলে দিয়ে
অন্য মাছটি ধরে ।
সেই মাছটি নিয়ে রাজা
চললো বাড়ির দিকে
মাছ কুটতে বলে রাজা
বাড়ির মোটা ঝিকে ।
ঝিয়ে বসে মাছ কুটতে
ভেঙে ফেলে বটি
বটির পাতায় থুবড়ে পড়ে
কাটলো নিজের কটী ।
মরা মাছকে শতেক টুকরো
করেন রাজা নিজে
তাই না দেখে রানিমায়ের
চক্ষু গেল ভিজে ।
মাথায় ওঠে খাওয়া দাওয়া
হলো না আর রান্না
বিয়ে পণ্ড দেখে কন্যের
সে কী বিষম কান্না ।