আমরা যতই হয়েছি উদার প্রাত্যহিক জীবনে
ততই সীমিত হয়েছে আমাদের প্রতীতি ও প্রমা ,
অনুধাবন ও অর্পণ , গিয়েছি দূরে সরে সনাতনী ছেড়ে
মেদুর পোশাকের পথ ধরেছি ফ্যাশন ভেবে
বহু যুগ আগে যেমন গ্রিস ধরেছিল রোমান ফ্যাশন
বিবেকানন্দের যুগকে করেছি অতীত
শান্তিপুরি ধুতি , ঝুল পাঞ্জাবি , আলিগড়ি পাজামা
এখন অন্তর্হিত , কেবল বিয়ের দিনে সেই সাবেকি সাজ ;
এসেছে বিপ্লব , পোশাকের নবজাগরণ
পোশাকের হ্রস্বতা  দীর্ঘতা নিয়ে মাথা নাইবা ঘামালাম
নারীর আবরণ হ্রস্ব কী হ্রস্বতর , কতটুকু প্রকট করবে
তা নারীর বিবেচ্য , সাহসী হয়েছে শরীরের অক্ষরবিন্যাসে
কার সন্তান গর্ভে ধারণ করবে না করবে যেমন তার অধিকার
তেমন নবজাগরণের এই উদ্ভাসে পোশাকে বিকচিত করার
অধিকার তার একান্ত আপন , বৈচিত্র্যেই ঘটুক সমাহার  ।