বারো মাসের সেরা মাস
আমাদের এই পৌষ মাস ।
বাড়ি বাড়ি চাল কুটছে
ঢেঁকির মুখে বোল ফুটছে ।
পাড়ার কাকী চাপে পাঁড়ে
মায়ের হাত ঢেঁকির গড়ে
মুষল যখন জোরে পড়ে
পলকে মায়ের হাতটি সরে ।
চট করে মা আটা তোলে
কুলোয় ঝাড়ে দুলে দুলে ।
মোটাদানা আবার ঢালে
লোহার শানার কঠিন তলে
মিহি আটায় হরেক পিঠে
নানান স্বাদের নলেন মিঠে ।
কোনটা ছেড়ে কোনটা খাই
পুলি পিঠে অনেকটা চাই ।
বাবা খাবে নারকেল পিঠা
বোনের চাই মিঠা মিঠা ।
পাড়ার লোকে আসছে দেখতে
আসবে সবাই পিঠে চাখতে ।