বিপদে পড়লে বিড়াল
গাছে ওঠে জান কি ?
গরজে গোয়ালা পড়ে
ঢেলা বয় মান কি ?
চোখে দেখি কত ফুল
লোকে বলে সর্ষে
পাকা ধানে মই দিলে
কী হয় সেই বর্ষে ?
শাক দিয়ে মাছ ঢাকা
তবু লোকে ঢাকে যে
গরু মেরে জুতো দান
দিলে বড় লাগে যে !
বাঁশের চেয়ে কঞ্চি দড়
কেউ কভু দেখেছে ?
সাপের হাঁচি বেদেয় চেনে
সাপ কভু হেঁচেছে ?
ঘুঁটে পোড়ে গোবর হাসে
গোবর তা ভাবে না
কত ধানে কত চাল
কোন্ লোকে জানে না !