সুলতানি যুগ নেই
নেই যুগ বাদশাহী
পেশোয়া রাজ নেই
নেই পাদ পাদশাহী ‌
দেশে যবে ছিল রাজা
ছিল রাজতন্ত্র
জনগণই শেষ কথা
হলে গণপ্রজাতন্ত্র ।
প্রজাদের অধিকার
নিজেরা রাখে তাই
নির্বাচনে অবশেষে
ঠিক করে নেতাভাই ।
সংখ্যাগরিষ্ঠ দল
শাসন করে দেশ
বাগড়বাঁই করে যদি
পরেরবার শেষ ।
দ্বিতীয় বড়দল থেকে
বিরোধীদলীয় নেতা
পায় জেনো মর্যাদা
এক মন্ত্রীর কেতা ।
সামন্তরাজাও নেই
নেই কোন জমিদার
প্রজাতন্ত্রে জানি আছে
সব সম অধিকার ।
পাঁচ বছর পরে পরে
দেশে হয় ভোট তাই
গণতন্ত্র ছাড়া কোন তন্ত্রে
এমন অধিকার নাই ।