প্রকৃতির ডাকে সাড়া না দিলে
হতো না এমন বিপর্যয়
প্রকৃতির কাছে শিক্ষা না পেলে
হয়ে যেত সব জড় ভরত
আকাশে মেঘের সঞ্চার দেখে
ময়ূর মেলে পেখম
ভূমিকম্পের আগে ডেকে ওঠে প্রাণী
বর্ষণের পূর্বেই পিঁপড়েরা যায় নিরাপদ আশ্রয়ে
প্রহর ঘোষণা করে শিয়াল
ভোরের পূর্বাভাস মোরগের ডাকে
প্রসূতির কাতরানি স্বস্তির আশ্বাস
মায়ের শাল দুধ সন্তানের সঞ্জীবনী সুধা
প্রকৃতির ডাকে সাড়া না দিলে
আমরা পেতাম এক বন্ধ্যা পৃথিবী ।
(রচনাকাল : দিল্লি ১৩-৫-২০২২)