বয়স সবে বছর দুয়েক এবং সাত মাস
বাবা মা আর দিদির কাছে করে বসবাস ;
একা একাই খেলা করে নিজের খেয়ালে
খেলনাগুলো ছুড়ে ছুড়ে ফেলবে দেয়ালে ;
দৌড়ে দৌড়ে সারাদিনে বাড়ায় নিজে ক্ষিধে
বলতে হয়না খাবার বেলায় এটাই সুবিধে ;
নতুন কেহ এলে ঘরে দেখে না মুখ তুলি'
মাড়ি এঁটে থাকবে তবু শেখেনা কোন বুলি ;
বাড়ির লোকে ভেবে মরে , তাদের মনের ব্যথা
সাধ্যমতো চেষ্টা করেও  বলে না সে কথা ।
শিশু ডাক্তার দেখে বলেন সব আছে ঠিকঠাক
বলবে কথা আপন মনে আর কটা দিন যাক ।
ফন্দি এঁটে দিদা যখন লুকিয়ে ফেলে খেলনা
রেগে গিয়ে নাতী তখন বললো হেঁকে , দে না !