আমার প্রতিটি বন্ধুর নামের পাশে একটা করে ফুলের নাম
বা নদীর নাম , কদাচ পাহাড়ের নামে রাখি নাম
কখনো নদীর বাঁক ,  নদীর স্রোত অনুযায়ী
এর মানে আমার কাছে পরিষ্কার , কোনদিন হারাবে না
প্রবাদ বা প্রবচনের মতো সেসব নাম দিয়ে আমি রচে যেতে পারি জীবনগাথা । মায়াসভ্যতা বা হরপ্পার মতো অস্পষ্ট
হলেও ইতিহাস হয়ে থাকে আমার জীবনে ।