রাজার ভুলে প্রজা ভোগে
সেনার ভুলে দেশ
গলদ রাজা নির্বাচনে
দেশটা হবে শেষ ।
স্বেচ্ছাচারে স্বৈরাচারে
ইরাক যখন ছায়
কালো মেঘের অশ্রু তখন
অঝোর ধারায় বায় ।
সিরিয়াতেও রাজার ভুলে
নামে বিপর্যয়
দিনে দিনে দেশটা ক্রমে
হচ্ছে দেখি লয় ।
ইতিহাসেও একই কথা
লেখা আছে কত
স্বৈরাচারী রাজার কালে
দেশে আকাল যত ।
আরাম শাহের মতো হয়ে
রাজা করে আয়েশ
ইচ্ছে মতন মেটান তিনি
মনের যত খায়েশ ।
মন্ত্রী ডেকে হুকুম করেন
যখন যেটা খুশি
চাটুকারের পদলেহন
রাজার মন তুষি' ।
মহামারি অনাহারে
মরলে দেশের লোক
মেকি কান্না কেঁদে তিনি
প্রকাশ করেন শোক ।