ইচ্ছে রাজার মেয়ের সাথে
বিয়ে দেবে তার
সবচেয়ে যে শক্তপোক্ত
গায়ে জোর যার ।
তারপরেতে রাজা খোঁজেন
উপযুক্ত পাত্র
খুঁজে খুঁজে অবশেষে
পেলেন একটা মাত্র ।
রাজা ডেকে বলেন তাকে
তুমিই বড় বীর
তুমি হবে আমার জামাই
মন করেছি স্থির ।
পাত্র বলে , রাজামশাই
আমার কী আর শক্তি
পবন বাবুর গায়ের জোরে
আমার আসে ভক্তি ।
ইচ্ছে হলে এক নিমেষে
উড়িয়ে নিয়ে যায়
হাওয়ার কাছে তুচ্ছ আমি
বল ও ক্ষমতায় ।
রাজা তখন পবনদেবের
করে নিবেদন ,
তোমায় জামাই করবো বলে
ঠিক করেছি মন ।
পবন বলে তা বটে ঠিক
মেঘকে তুলে ওড়াই আমি
দূর আকাশের কোলে
তারাই তখন বৃষ্টি হয়ে
পড়ে সাগর-জলে ;
সাগর ব্যাটার গায়ে আছে
এমন শক্তি বল
পেট ভরে না এত ঢেলেও
বাড়ে না তার জল ।
রাজা তখন ছুটলো ধেয়ে
বীর সাগরের পানে ।
শুনছি সাগর তোমার গায়ে
মেঘের চেয়ে জোর
চাইছি আমি তুমি হবে
আমার মেয়ের বর ।
সাগর তখন রাজার কাছে
বলছে করজোড়ে ,
ঐ পাহাড়ের কাছে আমি
তুচ্ছ গায়ের জোরে ;
আমার বিশাল ঢেউকে দিয়ে
যতই আঘাত হানি
পাহাড় থাকে অনড় অটল
এটাই আমি জানি ।
তখন রাজা ভাবেন বসে
পাহাড় হবে জামাই
এর চেয়ে আর সুখের কথা
আর কিছুতে নাই ।
পাহাড় শুনে সকল কথা
বলে , মহারাজ !
উন্নত শির যদিও আমার
দেখছি আমি আজ
ছোট্ট ইঁদুর তীক্ষ্ম দাঁতে
টুকরো করে রোজ
আমার পেটের ভিতর থেকেই
খায় ইঁদুরে ভোজ ;
আমার বিশাল বপুর কাছে
ইঁদুর যদিও তুচ্ছ
ধরতে গেলেই পালায় ছুটে
বাগিয়ে নিয়ে পুচ্ছ ;
ওর কামড়ে কাবু আমি
এমন ব্যাটা পাজি ।
রাজা তখন বলেন তবে
তার কাছে যাই আজই !
মূষিক বীরের কাছে গিয়ে
বলেন রাজা হেসে ,
তোমার সাথে মেয়ের বিয়ে
দেবো ভালোবেসে ;
এখন যদি রাজি থাকো
ডাকতে পারি কাজি ।
রাজার কথা শুনে ইঁদুর
এককথাতেই রাজি ।
রাজার মেয়ে কনে সাজে
ইঁদুর বাবা বর
মহা ধুমধাম রাজ্য জুড়ে
ব্যাপ্ত চরাচর ।