ক্ষতবিক্ষত তোমার সারা শরীর
বুলেটের চিহ্ন তোমার আপাদমস্তক
রক্তাক্ত বুকে এখনো তুমি দাঁড়িয়ে
কখনো গাঢ় নীল ভূমধ্যসাগরের দিকে
কখনো ক্ষয়িষ্ণু মরু সাগরের দিকে
তোমার চোখ সদা সতর্ক পাহারায় ;
পবিত্র বেথেলহেম , আল আকসার
প্রতিবেশী হয়েও তোমার রেহাই নেই ।
পাহাড়ে খোদাই করা প্রাচীন কবর
পুরাতন তৈজসপত্র গাজার পশ্চিম তীরে
খিলান করা তোমার স্থাপত্য অতীতের
ইতিহাস আমাদের চোখের সামনে ভেসে ওঠে ।
তোমার অস্তিত্ব রক্ষায় তুমি এখনো সচেষ্ট
জাহানবাদী হানাদার এখনো বেয়োনেটের
খোঁচায় মাঝেমাঝে রক্তাক্ত করে ;
সেই কবে ক্রুসেড যুদ্ধ , যার রেশ
এখনো ধারাবাহিকভাবে চলে ;
তোমাকে দু'দণ্ড শান্তিতে থাকতে দেয় না
এভাবেই কি কেয়ামত পর্যন্ত চলবে !
তবু চাই তোমার বুকে শান্তি ফিরে আসুক
তুমি আবার আগের মতো সুস্থ হয়ে
মাথা উঁচু করে দাঁড়াও !