হঠাৎ সেদিন বিকেলবেলা
আমার নাতনি রিদা এসে
চুপিসারে বললে তখন
আমার কোলের কাছে ঘেঁষে ,
বলতে পার এই করোনা
কবে নেবে শেষ বিদায়
ভাল্লাগে না বাড়ি বসে
একঘেঁয়েমি লাগে বেজায় !
অনলাইনে ক্লাস করে
নেইকো মজা নেইকো সুখ
বাইরে যাওয়া বন্ধুবান্ধব
হয়না বলে বড়ই দুখ !
নিত্যনতুন টিফিন থেকেও
এখন হচ্ছি কেবল বঞ্চিত
এই ব্যথাটাই আমার বুকে
ক্রমে ক্রমে পুঞ্জীভূত ।
অতটুকু শিশুর মুখে
প্রশ্ন শুনে আমি অবাক
গায়ে মাথায় হাত বুলিয়ে
কিছু সময় হই নির্বাক ।
তারপরেতে তাকে বলি
মানুষ ভোগে নিজের ভুলে
চারিদিকে চেয়ে দ্যাখো
চলছে মানুষ মুখোশ খুলে ।
এমনি ভাবে ছোঁয়াছুঁয়ি
বাড়ছে বৈ তো কমছে না
আমরা হলে অসাবধানী
রোগ তো মোটেও সারবে না ।