গত মাসে রিমা , সীমা
গিয়েছিল হিরোশিমা
বলে রিমা , যাবি নাকি
এরপরে নাগাসাকি ?
সেই মতো দুইজনে
যায় সেথা দুই জুনে ।
নাগাসাকি গিয়ে দেখে
বিকেলের রোদ মেখে
মাথা নীচে ঝুঁকিয়েই
বলে , কোন্ বানয়া ! হেই
সীমা রিমা বলে , হাই !
বলে , আমি আকিহাই
আমি থাকি হনসুতে
তোমরা এলে কোত্থেকে ।
রিমা বলে কলকাতায়
গেছ নাকি ইণ্ডিয়ায় ?
হেসে বলে আকিহাই
কভু সেথা যাই নাই
তবে পিতা হায়াকি
গিয়েছিল আর কী !
ইচ্ছে আছে বড় হলে
তোমার দেশে যাব চলে
তাজমহলটা দেখবো আগে
শেষ বিকেলের অস্তরাগে ।
দিয়ে গুচ্ছ  সাকুরা
বলে এটা নাও তোমরা
সাকুরা পেয়ে বোঝে  
চেরি ফুল এ তো যে   !
কাছে নেই কিছু রিমার
খালি পকেট ছিল সীমার ।
লজ্জায় মরে যায়
তারা তাকে কী দেয় !
হাত নেড়ে আকিহাই
'সায়োনারা' চলে যাই ।