সুয্যি পাটে যাওয়ার আগে
বকুলগাছের ডালে
দুইটা ফিঙা ডাকছে কাছে
বিদায় নেওয়ার কালে ।
শেষ বিকেলের খাবার খেয়ে
পাখিরা যায় ফিরে
যে যার আপন সঙ্গী নিয়ে
নিজের খাসা নীড়ে ।
একটা দুটো তারা এখন
দিচ্ছে দ্যাখো উঁকি
জোনাকিরা হেথা হোথা
কাটছে আঁকিবুকি ।
আঁধার নামে ধরার বুকে
হাসনুহানার গন্ধে
কামিনী ফুলের সৌরভে
হাওয়ায় দোলে ছন্দে ।
রুপোর থালায় ডালি ভরে
ছড়িয়ে গেল আলো
ঘন আঁধার ফিকে হলো
ঘুচলো অনেক কালো ।