কেন যে জন্মলাম রূপ নিয়ে
এই রূপই আমার কাল
টানাহেঁচড়া আমার শরীর নিয়ে
বিরামহীন বিকাল সকাল ;
আমার কামিজ ভূলুণ্ঠিত
অবশ দেহ ক্লান্ত মন
প্রতিরোধের হাতিয়ার
দাঁত-নখ-হাত-পা অকেজো
দাঁড়াই কোন্‌ শক্তি দিয়ে !
আমি যদি নাগ-কন্যাও হতাম
আমি যদি মিজো-নারীও হতাম
আমি যদি ভিয়েতনামিজ হতাম
আমি যদি বসনিয়ান হতাম
আমি যদি চেচনিয়ান হতাম
দুর্বল আমার তনুমন
বিপুল বপুর তিন অসুরের
কাছে আমি ক্ষুদ্র পুত্তলিকা !
তাই আমি সঁপেছি নিজেকে
বিধাতার কাছে ; ভরসা আছে
তাঁর অপার করুণাধারায় !