সাবধানের মার নেই
কথাটা ঠিক বটে
তবু যায়না যে বলা
কখন কী ঘটে !
দুইজনে বাজারে সেদিন
করে মারপিট
কেউ কভু চুলটানে
কেউ ভাঙে পিঠ ;
একজনে ঘুষি মেরে
ফেলে দিল দাঁত
আরেকজনে লাঠি দিয়ে
ভেঙে দিল হাত ।
ধুন্ধুমার ঝগড়াটা
চলে তবু রেশ
চারিধারে জুটে গেল
লোকজন বেশ ।
একজন ঝুঁকি নিয়ে
ঝগড়া থামাতে
এগিয়ে যেতেই পড়ে
লাঠিটা বামহাতে !
নিরীহ গোবেচারা
কেন গেল এগিয়ে
কপালে থাকলে ফাঁড়া
মুছবে কী দিয়ে ।
সাবধানের মার নেই
কথাটা ঠিক নয়
মারেরও সাবধান নেই
সেটাই দেখি হয় ।