অমি আফ্রিকার এক দেশে জন্মেছি
কেউ চেনেন , কেউ চেনেন না
তবে বলতে পারি যারা ফুটবলের খবর রাখেন
তারা আমাকে চিনতে পারেন
হ্যাঁ ঠিকই ধরেছেন সেনেগালের এক মুসলিম হ্যাভ-নটস্
পরিবারে জন্ম , ঠিকমতো খাওয়াও জুটতো না
অনেক ভাইবোনের একজন তাই
কাকার কাছে পালিত , বাবা তো স্কুলেও পাঠাতে পারেনি অর্থের অভাবে ;
ফুটবলকেই বই ভাবতাম
ওটাই আদ্যোপান্ত বারবার পড়েছি ।
আমার ফুটবলপ্রীতি দেখে কাকা আমাকে রাজধানী
ডাকারে পাঠান ; এক পরিবার আমার জামা বুট দেখে
আশ্রয় দিতে চায়নি , পরে ফুটবলে আমার দক্ষতা দেখে
গ্রহণ করে নিজের মতো গড়ে তোলে ;
অচিরেই এ-ক্লাব থেকে ও-ক্লাব আমাকে নিয়ে কাড়াকাড়ি ;
লিভারপুল থেকে ডাক পাই
সেখানেই খেলি , নিজের দেশের হয়ে তো খেলিই ।


এখন আমার সাপ্তাহিক আয় প্রায় দু'কোটি টাকা
আমার ভাঙ্গা আইফোন দেখে অনেকেই উপহাস করে
মনে মনে ভাবি ওটাই সারিয়েটারিয়ে কাজ চালাবো
ভালো বাড়ি করিনি , বরং সেই টাকায় স্কুলবাড়ি করি
আমার শিক্ষার অভাব শিক্ষাকে ভালোবাসতে শিখিয়েছে ,
তাই স্কুলকে ভালোবাসতে শিখেছি
রোলস্ রয়েস কিনিনি বরং সেই টাকায়
স্কুলবাস কিনে দিই , আমার কাছে ডায়মণ্ডখচিত
ঘড়িও অর্থহীন , তার চেয়ে গরিবদের টয়লেট
তৈরি করাই ভালো মনে করি ; আমার ব্যক্তিগত
যা কিছু সেসব তো আমি চোখ বোজালে পড়ে থাকবে
আমি তো থাকবো মাটির এক কোমর নীচে ;
আমি কখনো ভুলিনি আমার ছোটবেলার কথা
আমার ভাইবোনের , পরিবারের , পাড়াপড়শির
না-পাওয়ার কথা , আমার দেশের কথা ;
মনে মনে কামনা করি আমার সেনেগাল
কবে মাথা উঁচু করে দাঁড়াবে ।