চলে যাচ্ছে একভাবে অনেকদিন
মাসের পর মাস , বছরের পর বছর
এখন আর কেউ বলে না
এসো মুখোমুখি বসি , দুদণ্ড গল্প করি
পূর্ব থেকে পশ্চিমে , উত্তর থেকে দক্ষিণে
কেউ ডাকে না , সবাই যেন এড়িয়ে চলে
পাশাপাশি বসতে ভয় করে
পাছে ছুঁয়ে ফেলি কিংবা হাতে রাখি হাত
ঠোঁটে রাখি ঠোঁট , হাত বাড়িয়ে ফুল দিতে
চাইলেও হাত নাও গুটিয়ে
কত তাড়াতাড়ি সব পালটে গেল !
সবাই ভ্রূণস্থ , জঠর থেকে কেউ বেরতে চায় না
কতদিন এভাবে চলবে  
নির্জন দ্বীপে একা একা কতদিন থাকা যায়
হাঁপিয়ে গেছি ভাবতে ভাবতে
মাথা আর কাজ করে না
জরদগ্রস্ত হয়ে গেছি যেন
মরুভূমির শূন্যতার চেয়েও
এই শস্য শ্যামলা ভূমি আজ রুক্ষ
অনাবাদি , আগাছায় ভরে গেছে
কবে আবার ডাক পাব প্রিয়জনের কাছে
এসো পাশে এসো , কিছু সময় থাকি দুজনে
আমার ব্যথা নিংড়ে তুমি নিঃশেষ করে দাও
দ্যাখা যাক তোমার কাছ থেকে কবে ডাক আসে
আমি অনন্তকাল প্রতীক্ষায় থাকতে রাজি ।