সান্তা ক্লজ তুমি এস , তুমি এস
তুমি এস কৃষকের বাড়িতে
কৃষকের ছেলেমেয়েরা কাঁদছে
লক্ষ লক্ষ কৃষকবাবা কেউ বাড়ি নেই
দাবি আদায়ের ধর্নায় তারা আজ
কেউ ক্যাথিটার নিয়ে , কেউ একটা কিডনিতে
কেউ বা বুকের যন্ত্রণা নিয়ে
প্রচণ্ড শীত উপেক্ষা করে রাস্তায় পড়ে আছে
ব্যারিকেড ওদের বাধা , সশস্ত্র পুলিশপাহারা
দিনের পর দিন , দিনরাত পড়ে আছে
তাদের বাঁচার রসদে আঘাত
তাদের বাড়াভাতে ছাই দেওয়ার
নয়া কানুন প্রত্যাহারের দাবিতে ।
নিকোলাস তুমি কৃষকসন্তানের হাতে কিছু দাও
ক্রিস ক্রিঙ্গল তুমি ওদের ভুলিয়ে রাখ কিছু দিয়ে
যতক্ষণ তাদের বাবা না ফেরে ।
সেণ্ট নিক তুমি কিছু একটা কর
ফাদার ক্রিসমাস না হয় দুষ্টু শাসকদের
ভয় পাইয়ে দিক , ওদের নিরস্ত্র করুন
সান্তা ক্লজ এবারে তুমি কৃষক পরিবারে এস
নাহয় এবারে ওদের দুঃখই মোচালে !