গ্রীষ্মকালে গরম ভীষণ
সহ্য করা দায়
বরফঘেরা পাহাড়মাঝে
মন যে যেতে চায় ।


বর্ষাকালে বৃষ্টি নামে
ঝমঝমা ঝমঝম
ইচ্ছে করে বেরিয়ে পড়ি
যেথায় বৃষ্টি কম ।


শরৎ এলে তুলোর মেঘের
ঘুড়ি ওড়ায় কে ?
কাশফুলের ঐ ঘাসের বনে
পাবেই আমাকে ।


হেমন্ত আসে চুপিসারে
হিমেল হাওয়া নিয়ে
নবান্নের সুবাস এসে
দেয় মন ভরিয়ে ।


শীতের দাপট কয়টা দিনেই
থাকে শীতকালে
হাড় কাঁপানো শীতে আরাম
বসে রোদ পোহালে ।


ঋতুর রাজা বসন্ত তো
জানে সবাই জানে
বাংলাদেশে ছয়টা ঋতু
মানে সবাই মানে ।