মিলিয়াজুলিয়া একদা সাত জেলিয়া
নৌকায় বসে থাকে সাত জাল ফেলিয়া
মাছ ওঠে জালভরা রাখে নৌকার খোলে
মাছের লোভে পড়ে বাড়ির কথা ভোলে
সেইখানে বাঘেদের বড় বেশি উৎপাত
সাতজন জেলে মিলে নৌকায় কাটে রাত
সতর্ক থাকে তারা চারিদিকে দৃষ্টি
মাঝরাতে দেখে তারা এ কী অনাসৃষ্টি
সাঁতরিয়ে বাঘ মামা আসে চুপিসারে
লাফিয়ে পড়ে ভাবে এই বুঝি কার ঘাড়ে
সাতজনে লগি নিয়ে সজোরে চেল্লায়
চীৎকার শুনে পালায় বাঘমামা পেল্লায় ।
তারপরে সেই থেকে সেইখানে নদীতীরে
ঘর বেঁধে থেকে যায় মোটা খুঁটি জাল ঘিরে ।
মাছ বেচে দিনে দিনে অবস্থা পালটায়
তাই দেখে দয়াপুর হতে সেথা লোক যায় ।
ধীরে ধীরে লোক বাড়ে সেই দ্বীপ নির্জনে
হেঁতালবাড়ি বাঘের ভয় তবু সেথা লোকজনে
বসতি গড়ে নয়া গ্রাম নাম সাতজেলিয়া
কিছু দূর যেতে হয় পাখিরালয় ফেলিয়া ।