স্বাধীনতা মানে রাস্তায় দাঁড়িয়ে অশ্রাব্য  গালিগালাজ করা নয়
স্বাধীনতা মানে অস্ত্র বা লাঠি নিয়ে রাস্তায় চলাফেরা নয়
স্বাধীনতা মানে মাতাল হয়ে রাস্তায় বেলেল্লাপনা করা নয়
স্বাধীনতা মানে দুর্বলদের উপর ভীতিসঞ্চার করা নয়
স্বাধীনতা মানে অবলা তন্বী বা নারীকে বলাৎকার নয়
স্বাধীনতা মানে দ্রোপদীর বস্ত্রহরণ করা  নয়
স্বাধীনতা মানে মহাপুরুষদের মূর্তিভাঙা বা কালিছেটানো নয়
স্বাধীনতা মানে পূর্বপুরুষের সঞ্চিতসম্পদ বিকিয়ে দেওয়া নয়
স্বাধীনতা মানে চৌদ্দপুরুষের ভিটেমাটি থেকে উচ্ছেদ করাও নয়
স্বাধীনতা মানে পরাধীনতার বৈষম্য থেকে মুক্তি
স্বাধীনতা মানে জাতিধর্মবর্ণনির্বিশেষে সমানাধিকার
স্বাধীনতা মানে দেশের ভূখণ্ড অখণ্ড রাখা
স্বাধীনতা মানে জলসীমা আকাশসীমা অক্ষুণ্ণ রাখা
স্বাধীনতা মানে দেশের নাগরিকের সুরক্ষা দেওয়া
স্বাধীনতা মানে নিরন্নদের অন্নসংস্থানের ব্যবস্থা
স্বাধীনতা মানে বেকারদের কাজের ব্যবস্থা
স্বাধীনতা মানে ব্যবসায়ের প্রসার ঘটানো
স্বাধীনতা মানে কৃষিকার্যের উন্নতিসাধন
স্বাধীনতা মানে দেশকে স্বাবলম্বী করে তোলা
স্বাধীনতা মানে দেশের বনজসম্পদ বৃদ্ধি
স্বাধীনতা মানে শিল্পে বিপ্লব আনয়ন
স্বাধীনতা মানে কুটিরশিল্প বিনষ্ট করা নয়
স্বাধীনতা মানে যোগাযোগ ব্যবস্থায় প্রসার
স্বাধীনতা মানে পর্যটনশিল্পে বিকাশসাধন
স্বাধীনতা মানে শিক্ষার প্রসার , শিক্ষার সুযোগ
স্বাধীনতা মানে চেতনা গড়ে তোলা
স্বাধীনতা মানে সুনাগরিক গড়ে তোলা
স্বাধীনতা মানে বিজ্ঞানের প্রভূত উন্নতিসাধন
স্বাধীনতা মানে  বিজ্ঞানীদের স্বদেশে সুযোগ করে দেওয়া
স্বাধীনতা মানে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা প্রদান
স্বাধীনতা মানে দেশের ঐতিহ্য রক্ষা করা
দেশের নাগরিকের মুখে হাসি ফোটানোর নাম স্বাধীনতা  ।