ফেব্রুয়ারির মাঝামাঝি
কচি ফাল্গুনের দিনে
বাংলা মায়ের দামাল ছেলের
হানাদার প্রাণ ছিনে !
রাজপথ ভেজে রক্তে
বুলেটের ক্ষত দেয়ালে
লক্ষ লোকের দৃঢ় শপথ
কোটি মানুষের চোয়ালে ।
ভাষার তরে ভাসাভাসা
দাবি ভাসে বাতাসে
মুষ্টিবদ্ধ শত লক্ষ
হাত উঠেছে আকাশে ।
কয়েক জনের নিথর দেহ
পড়লো যখন ভূমিতে
সব বাঙালি উঠলো জেগে
স্বাধীনতার বীজ বুনিতে ।
তারই দুই দশক পরে
বাংলা হলো স্বাধীন
আন্দোলনের প্রথম বলি
ভোলে না কোনদিন ।