এখন আর লালপাগড়ির ভয় নেই
জমিদারের গোমস্তার চোখরাঙানি নেই
খাজনা না দিতে পারলে জমিদার জমি কাড়ে না
জমিদারের বাগান চৌকোণ করার জন্য
ভিটেবাড়ি ছাড়তে হয় না গফুরের মতো
জমিদার নামক জুজুর ভয়ে তটস্থ থাকতে হয় না
এখন আর পাঁচ ক্রোশ ঠেলে ছেলেমেয়েদের স্কুলে যেতে হয় না
সবেচেয়ে বড় কথা গোরাসেনাদের খানাতল্লাসি নেই
ব্লাকআউট হয়না , সাইরেনের ভয়ে লুকোতে হয় না
এখন আর সেই বড়লাট নেই , ছোটলাটও নেই ।


এখন আমরা স্বাধীন কত সুখে আছি
আমরা বাক-স্বাধীনতা পেয়েছি
ইচ্ছে করলে জনসভা করে ভাষণের ফোয়ারা ছোটাতে পারি
প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলতে পারি
ইচ্ছে করলে একটা মেয়েকে তুলে আনতে পারি
ইচ্ছে করলে উপগতের পর তাকে মেরে ফেলতে পারি
আমাদের ইচ্ছা হলে পথ অবরোধ করে দুর্ভোগ বাড়াতে পারি
ফসলের দাম না পেলে ফসল জ্বালিয়ে আত্মহনন করতে পারি
ইচ্ছে হলেই শব্দদূষণ , বায়ুদূষণ করতে পারি
আমরা ইচ্ছে করলে হত্যা করে সাধু সাজতে পারি ।


আমরা এখন স্বাধীন , ইচ্ছে আমাদের হাতের মুঠোয়
আমরা রাস্তার লোককে ধরে প্রধানমন্ত্রীর আসনে বসাতে পারি
আমরা ইচ্ছে করলে অনাস্থা এনে কাউকে গদিচ্যুত করাতে পারি
আমরা ইচ্ছে করলে বিস্ফোরণ ঘটিয়ে গাঢাকা দিতে পারি
ইচ্ছে হলে জেলেও যেতে পারি
আবার শাসকের ইশারায় জেল থেকে পালাতে পারি
আমরা ইচ্ছে করলে অনেক কিছুই পারি
যেমন ক্ষমতায় বসাতে পারি তেমন ইচ্ছে হলে
'দড়ি ধরে মারও টান' বলে ধুলোয় মেশাতে পারি
আমরা এখন স্বাধীন , অনেক বলীয়ান এখন ।