বারোমাসে ছয় ঋতু আছে নির্দিষ্ট
তবু শুধু কার্যত দুই ঋতু দৃষ্ট ;
নয় মাস থাকে হেথা গরমের দৈত্য
মাস তিন বড় জোর দেখা যায় শৈত্য ।
বর্ষাতে শীত নয় গরমেই কষ্ট
শরতেও পাখা চলে গরমই তো পষ্ট ;
হেমন্ত ও বসন্ত যেন ওরা দুই ভাই
বিদেশেই চলে গেছে তাই আর দেখা নাই ।
শীতকালে শীত হেথা নয় বড় তীব্র
গরমের দাপটেই চলে যায় শীঘ্র ।