লোকে বলে শিলাবতী , আমার কাছে শিলাই
তোমার ধারায় আমার জীবন কীভাবে যে মিলাই
সিমলাপালের পাশ কাটিয়ে এলে আমার কাছে
তোমায় দেখে মনটি আমার আনন্দেতে নাচে ।
মুগবসানের কাছে দেখি তমাল ছুটে এসে
আছড়ে পড়ে তোমার বুকে গভীর ভালোবেসে ।
কুবাই নদী , পারাং নদী বাড়ায় তোমার জল
জল টলমল জল টলমল শিলাই ঢলঢল ।
গাঁয়ের বধূ সিনান করে কাপড় কাচে পাড়ে
বর্ষাকালে শিলাবতীর জল যে অনেক বাড়ে ।
জেলেভাইয়ের মাছের নেশা এই নদীতে মেটে
পাড়ার ছেলের কাটে দুপুর সাঁতার কেটে কেটে ।
চাষের জমির জলের ক্ষুধা মেটায় তোমার জল
লালমাটির ঐ দেশের লোকের বাড়ে অনেক বল ।