শরৎ এল শিউলি এল
লোকে পুজোর গন্ধ পেল
হিমেল পরশ লাগলো গায়ে
মিষ্টি প্রেমের সুবাস বায়ে
শিউলি কুড়ায় পল্লী বালায়
প্রেমিক জনের হাতে বিলায় !
শিশির-ভেজা শিউলি ফুলে
প্রজাপতি বসছে দুলে ।
বাড়ছে বেলা ঝরছে ফুল
মন যে কেন হয় ব্যাকুল
শিউলি ফুল পুজোয় দেবে
সবার আগে কুড়িয়ে নেবে
নিয়ে হাতে ফুলের সাজি
ছুটছে আগে শয্যা ত্যাজি' ।
দিতেন সীতা নিজের কেশে
শেফালিকা ভালোবেসে ।
শরৎ গেল হেমন্ত আসে
শিউলি রানি তবু থাকে
ভালোবাসে বাংলা মাকে ।