এক শিয়ালে ডাকলে পরে ,
হাজার শিয়াল ডাক ধরে ।
শিয়াল যখন ঘোষে প্রহর
কুকুরগুলো হয়ে তৎপর
বুক কাঁপিয়ে ডাক ছাড়ে
শিয়ালের হৃৎ কম্পন বাড়ে ।
শিয়াল কুকুর অহি নকুল
কেউ সরে না কভু এক চুল
সবাই বলে শিয়াল পণ্ডিত
কুকুর ভয়ে ভীষণ ভীত
নিত্যকালের এই ঝগড়া
একে অন্যের দেয় বাগড়া ।
চিরকাল কি রইবে বিবাদ
হবে না বুঝি কভু আবাদ ।