কী ধিঙ্গি মেয়ে রে বাপু  ! বাপ রে বাপ !
সারাদিন ধেই ধেই , আবার ধরে জ্যান্ত সাপ
তরতরিয়ে উঠছে গাছে পাড়ছে আম পাড়ছে লিচু
ভয়ডর তার কোনটাতেই বিন্দুমাত্র নেই যে কিছু !
রাতবিরেতে পুকুড়পাড়ে একা একাই বসে থাকে
ঘাপটি মেরে চুপটি করে , যতই তারে পিছু ডাকে ।
কুস্তি করে ছেলের সাথে পেঁচিয়ে মারে পায়ে ল্যাং
দেখলে মনে মেয়ের আছে শালপ্রাংশুর ঠ্যাং ।
ইট পাটকেল ছুড়তে পারে লক্ষ্যভেদে নির্ভুল
সাঁতরে পেরয় অনায়াসে নদীর একূল ওকূল
যাই বলো ভাই  এই যুগেতে এমন মেয়েই ভালো
এমন মেয়ের দেখা পেলে দুষ্ট ছেলের মন কালো ‌।