শশিভূষণ সামন্ত থাকে শ্যামবাজারে
সাতসকালে সাতটা থলে , চলে বাজারে
ষষ্ঠীচরণ , শশধর দাস নামে দুটি দাসে
সদা থাকে সকালসাঁঝে শশিভূষণ-পাশে
শ্যামাদাস কাটায় পাশ পাছে টাকা চায়
সাত মাস আগের সাতশো টাকা যে পায়
পালাস কেন শ্যামাদাস চাইছি কি টাকা
তোর জানি সাত মাস থাকে পকেটফাঁকা  ।
সব্জিবাজারে গিয়ে কেনে সাত রকম  সব্জি
কেজি সাতেক মাছ কেনে , ডুবিয়ে খাবে কবজি ।
আসমানি দিল শশিভূষণ সদা শশব্যস্ত
ভালোবাসে আশেপাশের প্রতিবেশী সমস্ত ‌।