আমার এখন দিন রাত্রি সমান
অন্ধকারে জেগে উঠে বালিশে মাথা রেখে
চুপচাপ শুয়ে আছি ; বাইরে বরিষণের ধারা
অবিরাম ধারাপাত । কল্লোলধ্বনি কানে আসে
সুদূর সাগরের । বাতাসে হিমের শীতলতা
বাইরে ঘন দুর্যোগ অশনিপাতের এই দিনে
কারো কপাট বন্ধের শব্দ শুনে
চমকে উঠি । ভোরের প্রতীক্ষায় দীর্ঘক্ষণ
হাসিমাখা মুখ দেখে যারা ঘুমিয়েছে
যারা প্রেমের গল্প করতে করতে ঘুমিয়েছে
ভালবাসার চুম্বন দিয়ে ঘুমিয়েছে
তারা শুয়ে থাক , স্বপ্ন দেখুক নতুন আলোর ;
এই দুর্দিনে যতক্ষণ ঘুমিয়ে থাকে
জেগে উঠে দেখুক প্রভাতের নতুন সূর্য ।
পৃথিবী ভাইরাসে ছেয়ে গেছে
অক্টোপাসের মতো আমাদের করে গ্রাস
বাতাসে বিষবাষ্প , নিশ্বাসেও ভয়
সমুদ্রের তরঙ্গমালা এসে ধুয়ে মুছে সাফ করে দিক
নিয়ে যাক সাগরে অতল তলে
আবার পৃথিবী হয়ে উঠুক প্রাণচঞ্চল
কর্মমুখর দিনে যে যার ফিরে যাক
আসুক ফিরে জীবনের স্পন্দন !