লেডি ব্রাবোর্নের সামনে রাধাচূড়ার তলে
কখন যে শুঁয়োপোকাটা শার্টের আস্তিনে পড়ে
খেয়াল করিনি ; অনায়াস বিচরণ আমার শরীরে কোমল পাতা
ভেবে আশ্রয় , সে কি আমার দুর্বলতা
না কি নিরাপদ ভেবে সচ্ছন্দে পিছু পিছু !
উজ্জ্বল ডাগর দুটি চোখে কখনো মুখ তুলে
কখনো মুখ নিচু করে গুটিগুটি পায়ে চলে
সোনালি আভা তার অঙ্গ জুড়ে ।
রাতে ঘুমিয়েও সেই শুঁয়োপোকা আমার শরীরে
কাকভোরে মৃদু স্বরে বলে , প্রকৃতি দেখবে চলো !
ইচ্ছে হলো একটা কাঠি দিয়ে তাকে ফেলে দিই
কাছে গাছ না পেলে পাছে কারো পদপিষ্ট হবে
ভেবে তাকে ফেলিনি ; অদ্ভুত মায়া হয় ।
শহরের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে
চষে বেড়াই শুঁয়োপোকাটাকে রাখবো বলে
তারপর হঠাৎ একদিন দেখি
সে প্রজাপতির ডানা মেলে উড়ে গেছে !