পড়বো আমি , করেছি পণ
পাঠে কেন বসে না মন ?
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
পাখির মতো মন যে ওড়ে
সেদিন তখন খুব সকালে
বৃষ্টি পড়ে টিনের চালে
উঠোন ভাসে জল থৈ থৈ
কই আমার বই খাতা কই
ছিঁড়ছি  পাতা একটা একটা
নৌকা বানাই দুইটা তিনটা
ছেড়ে দিলাম উঠোন জলে
একে একে ভেসে চলে
সদাগরের নৌকা যেন
এখন আমি পড়বো কেন !