যখন খুব ছোট ছিলাম তখন মনে হতো
মার্বেল খেলি , হেরে গেলে   ভাবতাম
সব টাকা দিয়ে অনেক মার্বেল কিনবো
ছিপ ফেলে সারাদিন পুকুরে মাছ ধরবো
অনেক ঘুড়ি কিনবো রঙবেরঙের ;
ফার্স্ট বয় তুহিনকে  ছাপিয়ে যেতে , পারিনি
একটু বড় হয়ে ইচ্ছা হতো ভালো ব্যাট
ভালো বল , ব্যাডমিণ্টন খেলার সরঞ্জাম কিনি
ইছামতী সাঁতরে পার হওয়ার ইচ্ছাও ছিল প্রবল
স্কুলের সহপাঠী পাপিয়ার মন পাওয়ার ইচ্ছা আর
কলেজে পড়ার সময় তনুশ্রীকে কাছে পাওয়ার ইচ্ছা
একটার পর একটা ইচ্ছার অপমৃত্যুতে
ধীরে ইচ্ছার পরিবর্তন
নিজের ইচ্ছায় নয় , মায়ের ইচ্ছাতেই গোটবন্ধন
তারপর ইচ্ছা হলেও অশান্তি এড়াতে পারিনি
পারিবারিক শান্তি বজায় রাখতে পৃথগন্ন
ইচ্ছা না থাকলেও ; ইচ্ছার পালক একটা একটা
ঝরে আর নতুন ইচ্ছার জন্ম হয়
ভালোবাসার মায়াময় মুখগুলো একে একে সরে যায় , ধরে রাখতে পারিনি ।
শেষ বয়সে নাতি নাতনী পাশে থাকবে ভেবেছিলাম
যে যার জগতে উড্ডীয়মান
জরা ব্যাধি নিয়ে টিঁকে থাকার প্রবল ইচ্ছা
জানি এই ইচ্ছারও অপমৃত্যু হবে যে কোন সময়ে ।