ছোটবেলা ভালো ছিল
বোনের সাথে খুনসুটি
পড়ার ফাঁকে সুযোগ বুঝে
ছক্কা দুরি পাঞ্জা পুঁটি
মায়ের চক্ষু ফাঁকি দিতে
পারতাম বা আর কই
দেখতে পেয়ে ছুটে এসে
জুটতো পিঠে কিল থাপ্পড়
গোটাকয়েক জুতসই ।
পুজোর ছুটি আসলে যেতাম
মামারবাড়ি অনেক দূরে
ঝম ঝমাঝম রেলগাড়িতে
বাগান নদী মাঠেঘাটে
দু'ভাই বোনে নিতাম ঘুরে ।
আজকে আমরা অনেক বড়
বোনটি থাকে শ্বশুরবাড়ি
চাকরি পেয়ে বিয়েশাদি
দিলাম দূরের দেশে পাড়ি ।
মা-বাবা আজ কেউ বেঁচে নেই
দেখাও হয়না দুভাইবোনে
তবু আমার ছোটবেলা
সোনার আখরে লেখা মনে ।