কলিকাল , এ ঘোর কলিকাল
সম্রাট নিরোর সময়ের অপচয়
চাষীর ব্যাটা চাষীরা সম্রাটের পথ অবরোধ করে
ইনি সেই নিরো যিনি দেশ যখন পোড়ে
তখন বাঁশি বাজান ; এক লহমার মূল্য যাঁর অসীম
তাঁর কুড়ি মিনিট কেড়ে নিয়ে জীবন বিপন্ন করে তোলা !
এর একটা তদন্ত হওয়া দরকার
কোন্ পন্থীদের মদতে চাষীরা একাজ করে ।
খবরের কাগজের কাণ্ডজ্ঞানও বলিহারি
কবে কোন্ কালে আমেরিকার বারাক ওবামা
প্রেসিডেন্ট হয়ে হাওয়াই চটি পরে মেরিন ড্রাইভে
গিয়েছিলেন সেই সংবাদ ফলাও করে প্রচার
না হয় একটু দামি স্যুট পরেন
টনি ব্লেয়ার বা ডেভিড ক্যামেরনের মতো
ইনিও কি বাসে যাতায়াত করবেন
বনগাঁ লোকাল বা নামখানা লোকালের মতো
ট্রেনে চলবেন ? আপনিই বলুন উত্তরপাড়ার
মতো যানজটে ভরা সরু জিটি রোডের চক্করে পড়ুন
সেটা কী মানায় ! না হয় নিজের ব্যবহারের জন্য
সাড়ে আট হাজার কোটি টাকার বিমানে চড়েন
সে তো দেশের স্বার্থেই !
সুইস প্রেসিডেন্ট ট্রেনে যান বলে
কি সবাইকে সেই পথ অনুসরণ করতে হবে !
এ তো আমাদের ভুল
আমরা কেন ভাবি যে তিনি আমাদের মতো
সাধারণ এক নাগরিক । তিনি কি আমাদের মতো
কচুর ডাঁটা ও পুঁইশাক গিলবেন
না হয় থাইল্যাণ্ড ও টার্কি থেকে দৈনিক খাবার এলো
আরে তিনি তো চাষী নন যে খালিপায়ে
লাঙলের মুঠি ধরবেন , মখমলের কার্পেটে
পা না ফেললে মহার্ঘ পোশাকের দফারফা
আপনারা বড় নিন্দুক
কোনমতেই দেশের উন্নতি চান না !