সত্যবাবু আপনি কোথায় ?
আপনাকে কোথাও দেখিনে
দেখিনে চালের মধ্যে , ডালে ,
কেনা ফলে ও সবজিতে ,
দুধে , ওষুধে , শিশুখাদ্যেও !
সত্যবাবু কোথায় গেলেন ?
সংবাদপত্রে , টেলিভিশনে ,
স্কুলে , খেলার মাঠে , বাস ট্রেনের ভীড়ে ,
সমুদ্র সৈকতে , শৈল শহরে ,
গ্রামে গঞ্জে ধানের ক্ষেতে
নিম্ন আদালতে উচ্চ আদালতে
কোথাও পাইনে আপনাকে !
সত্যবাবু আপনি সংবাদপত্রে যেমন নেই
সাংবাদিকদের মধ্যেও তেমন নেই
স্কুলে যেমন নেই ,
নেই তেমন শিক্ষক ছাত্রের মধ্যেও
খেলার মাঠে যেমন নেই ,
খেলোয়াড়দের মধ্যেও নেই
আপনি ভালোবাসার মধ্যে নেই
আপনি অবজ্ঞা ঘৃণার মধ্যেও নেই
আপনি এমনকি কীটনাশকের মধ্যেও নেই !
সত্যবাবু আপনাকে বিধানসভায় দেখিনি
দেখিনি লোকসভায় , দেখিনি রাজ্যসভায় !
আমার মতো সারা দেশবাসী
আপনাকে খুঁজে খুঁজে হয়রান
একবার বেরিয়ে আসুন না সত্যবাবু
জনগণ দেখুক আপনি মরেননি !