আমি কিছু লিখি তখনই
যখন কোন সাঁতারু কোন নদীতে
কাটে সাঁতার , দেয় ডুব
পানকৌটি , করে খেলা অবহেলায় ----
আমি কিছু লিখি তখনই
যখন চাষী ভূমিরূপ দেয় ,
বীজ বোনে , ফসল তোলে
গায় আনন্দের গান ----
আমি কিছু লিখি তখনই
যখন কোন শিল্পী ছবি আঁকে
উল্কিরূপে মসৃণ ক্যানভাসে
নানাভাবে দশ আঙুলে ----
তখন আমার কবিতা
সম্ভোগের তৃপ্তি আনে
মন ভাসে সৃষ্টিসুখের উল্লাসে ----