পাহাড়ী সুন্দর এক স্টেশনে গাড়ি থেমেছে
নেমে পড়ি যদিও বেশিক্ষণ থামবে না গাড়ি জানি
পাহাড়ের গা বেয়ে প্রপাত সশব্দে আছড়ে পড়ে
চারিদিকে রঙবেরঙের ফুলের সমাহার
কত কিসিমের লোক ছড়িয়ে ছিটিয়ে
ঘুরে বেড়ায় , কেউ কাজে ব্যস্ত
কেউ এই স্বল্প সময়ে স্টেশনের সৌন্দর্য বাড়ায়
কেউ বা ফোটা ফুল পদদলিত করে
কেউবা ফুল ছিঁড়ে নিষ্পেষিত করে
এখানে বেশিক্ষণ গাড়ি থামে না
থামে ক্ষণিকের তরে , আমাকে দেখতে দাও
হুইসেল দিলেই গাড়িতে উঠে পড়তে হবে
যেতে হবে অজানা গন্তব্যে
দাঁড়াও ভালো করে দেখতে দাও
সৌন্দর্যায়নে কিছু পারি না পারি
অন্ততঃ দুচোখ মেলে উপভোগ করি ।