তুমি তো কুমির শিকারী নও
তবুও লোকে তোমায় ঐ নামেই চেনে
কুমিরকে ভালোবেসে কুমিরের কাছে এসে
তাদের সুখদুঃখের শরিক হয়েছ
শিশুপুত্রকে কোলে নিয়ে নিজেকে বাজি রেখে
তুমি কুমিরকে খাইয়েছে -- আমরা দেখেছি
অশান্ত গোক্ষুর কিংবা রেটল স্নেক
তোমার চোখ ও হাতের ইশারায় বশীভূত ----


তবু তুমি নিমজ্জিত টাইটানিকের মতো
টাইটানিকের আয়স-অবয়ব
কঠিন জলের অভিঘাতে বিচূর্ণিত
তুমিও তেমন আপাদমস্তক
আপাতনিরীহ স্টিং রের পুচ্ছাঘাতে
টাসমানিয়ার উপকূলে জলতলেই শায়িত ।